শুনেছি,"জীবন জীবনের‌ই জন্য"
তবে পৃথিবীর আবর্তন গতি যদি থেমে যায়
চাঁদ আর তারা সব যদি নিভে যায়,
আবার সূর্য‌ও যদি হারিয়ে যায়
তখনো তুমি কি বলবে,
"মানুষ মানুষের‌ই জন্য"?

ভূমিকম্পের আন্দোলনে অস্থির গৃহকোনে,
তুমি কি নিয়ে যাবে সাথে
আমায় হুইল চেয়াখানি টেনে?
নাকি আমাকে ফেলেদৌড়ে চলে যাবে ,
তোমার প্রিয় কবিতার ব‌ইখানা বুকে চেপে!

আমিও জানি,
ভালো করেই জানি!
আমি যে মহান হতে পারিনি আজ‌ও,
তবে তুমিতো অধম ন‍ও নিশ্চয়!


********

তাং: ২৩/০৪/২০১৮ ইং
৯ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৮.২৯
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত