হে গো বন্ধু!
আমিও হেঁটেছি সেই পথে,
পাহাড়ের বাঁকে বাঁকে-
তবো পদচিহ্ন খোঁজে।
চোখে ঝরে ছিল নোনা জল,
তাই যেন ফুটেছিল-
হৃদয়েতে হয়ে শতদল।
মনের আকাশে ছিল না সূর্য,
ছিল না চাঁদ-তারা;
তুমিই ফুটেছিলে হয়ে ধ্রুবতারা।
প্রহরে প্রহরে হৃদয় কন্দরে,
তুমি করেছিলে মোরে দিশেহারা।
পাখি ডাকে কথা কয়,
রাত ধীরে নিঝুম হয়!
এসো বন্ধু, এসো তুমি-
আঁকি মিলে জীবনের ছবি।

********

তাং: ‌২৫/০৬/২০১৮ ইং
১০ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৮.৪৬
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত