আশা তুমি চলে যাবে,
দূরের মোহনায়।
রেখে যাবে সঙ্গে আসা,
নিরাশা গোপনে।
আমায় তুমি হাসাও বন্ধু,
কপট পরানে!
যাবে যদি আমায় ছেড়ে,
দূরের গগনে-
আসলে কেন এ জীবনে,
বিনা নিমন্ত্রণে?
মন প্রেয়সী রাতের শশী,
আলোর ভুবনে।
আনন্দে আজ আত্ম-হারা,
নিশির কাননে।
যেওনা তুমি আমায় ছেড়ে,
সজল নয়নে।

তাং:১৬/০১/২০১৯