অপেক্ষা ফুরায় রাত পোহালে,
দু'একটি কথা হয়,
হয় শুভেচ্ছা বিনিময়।

একটি যন্ত্র দুটি হৃদয়কে
একত্রে বেধে রাখে,
নারকেল জুটির মতো!

কিন্তু যন্ত্রে যখন বিভ্রাট ঘটে,
দুঃচিন্তা আর হতাশা
গ্ৰাস করে দুটি হৃদয়কে।

কপালে ভাঁজ পড়ে
ছটফট করতে থাকি অনেকটা-
গলা কাটা কবুতরের মতোই!

একটু কথা বলার তাগিদে-
তখন‌ই বুঝি ভালোবাসি তারে,
হৃদয়ের গভীরে বড়োই আপন করে।

********

তাং: ১১/০৪/২০১৮ ইং
২৭ চৈত্র,১৪২৪ বাং
বিকাল:০১.০৫
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত