আমার জন্মদাত্রী "মা" তুমি কেমন আছো?
অযুত তারার মাঝে চাঁদ হয়ে জেগে রয়েছো।
পথো চেয়ে দাঁড়িয়ে রইলে তুমি অপত্য স্নেহে,
খুলে দিও দু'আঁখি নিমিলীত সংসার মোহে।
হৃদয়ে ভালোবাসা জেগে মহীরুহ যেন আজ,
আঙিনায় পারিজাত ফুলেদের কিবা কাজ।
তোমার মুখের মধুময়ী স্নেহমাখা হাসি খানি,
হারিয়ে না যায় যেন হয়ে আমাতে অভিমানী।
চলার পথে সুখ-দুঃখ আর কান্নাহাসির মাঝে,
হৃদয় জগতে থাকিও তুমি রাজেশ্বরী সেজে।
খুলে দিও তুমি মাগো নতুন আশার বীজপত্র,
সোনার ফুলে পূজিব তুমায় যদিও একা মাত্র।
********
তাং: ০৯/০৬/২০১৮ ইং
২৪ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৮.০২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত