কতো রূপে সাজো তুমি,
ওহে মোর জননী জন্মভূমি!
শীত গ্ৰীষ্ম শরৎ হেমন্ত,
রেখেছ তুমি মোরে প্রাণবন্ত।
চৈতি হাওয়ার মেঠো গন্ধে,
জীবন জাগে ছন্দে ছন্দে।
বন বনানী সবুজের খেলা,
তোমাতেই দেখি মিলন মেলা।
উঠে হাসি রঙ পলাশী,
রোদের দহন-তবু ভালোবাসি!
কালবৈশাখীর ঘর ভাঙা থাবা,
তাতেও দিয়েছ জীবনের আভা।
দানব অসুর কতো আসিল দেশে,
উপহার পেল তারা মানবতা শেষে।
********
তাং: ০১/০৫/২০১৮ ইং
১৭ বৈশাখ,১৪২৫ বাং
সকাল: ৭.৫১
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত