তুমি যদি না থাকো,
আঁড়ালে আমায় না ডাকো-
পাবো কি অদ্ভুত তৃপ্তি,
কমে যাবে নাতো ব্যাপ্তি?
তোমার মহিমা উদ্ভাসিত প্রতিমা,
অবশ্যই পাশে থেকো প্রিয়তমা!
নতুন দিনে পুরাতন কথা,
কোথাও যেন দিল ব্যথা।
ভুল যেন নাহয় আমার,
সদা প্রকাশিত প্রতিবিম্ব তোমার!
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/০৩/২০১৮ ইং
২২ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.৩০