পিছু টান আছে ভাই,
তাই বলি আটকে আশি।
কাজলা দিদির জবাব নাই,
পাই বলো কোথায় হাসি।
কাঁচের মতো নদীর জল,
কল কলে বহে কেবল।

*********
তাং: ‌১১/০৯/২০১৮ ইং
২৫ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত: ১১.৪৮ ঘটিকা
ধর্মনগর, উত্তর ত্রিপুরা,ভারত।