ঈশ্বরের খোঁজে বেরিয়েছি পথে,
মন্দিরে মসজিদে কোথা পাবো তাঁরে?
ভূমিতে আকাশে সমুদ্রে বাতাসে-
কেউ কি দেখেছ তাঁরে;
ঈশ্বর বলি যারে?
পেয়েছি আমি কোটি মানব মানবী,
পাহাড় ঝর্ণা আরো পশু পাখি কতো!
পেরিয়েছি শতক্রোশ দূরে-
সাত সমুদ্র তেরো নদী,
আরো কতো সাহারার মতো মরুভূমি!
অভাগা আমি পাইনি আজো তাঁরে,
কাঙ্খিত রয়েছি তাই-
খোঁজি বারেবারে!
শুনেছি কতো কথা-ঈশ্বরের বাণী,
শান্ত হয়েছে কখনো-উদ্বেলিত হৃদয়।
আবার কখনো জ্বেলেছে আগুন-
বিফলতার অভিমান।
তবে পেয়েছি আমি শেষে-
বিশ্ব মানবতার জয় জয়কার ধ্বনি।
********
তাং: ১৩/০৬/২০১৮ ইং
২৯জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৯.২৬
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত