••• মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে•••
-অটল বিহারী বাজপেয়ী
(मौत से ठन गई)
(অনুবাদ মধু মঙ্গল সিনহা)
দাড়িয়েছি!
মৃত্যুর মুখোমুখি দাড়িয়েছি!
তার সাথে আমার সংগ্রাম করার কোন ইচ্ছে ছিল না,
রাস্তার মোড়ে দেখা হবে এমন কোনো প্রতিশ্রুতিও ছিল না।
সে এসে পথ আটকে দাঁড়ালো,
সে যেন জীবনের চেয়ে বড় হয়ে উঠেছে এই ক্ষণে ।
মৃত্যুর জন্য কত সময় চাই? দুই দন্ডও নয়,
জীবনের ধারাবাহিকতা, আজ বুঝি কাজের নয়।
হৃদয়ের তৃপ্তি নিয়ে বেঁচেছি প্রতিদিন আমি,
রেখে যাবো সব কিছু ফিরে যাওয়ার পথে।
ফিরে আসবোই যদি আবারও আমি,
তবে বেড়াতে যেতে ভয় পাবোই বা কেন?
মৃত্যু তুমি এসোনা চুপিচুপি, সংগোপনে।
আমাকে আক্রমণ কর সম্মুখে, তারপর-
যদি পারো নিয়ে চলো তোমারই সাথে।
মৃত্যুকে জানে কিনা, জীবনের পথ,
সন্ধ্যায় গানে ভরে, রাতে বংশীধ্বনি।
এমন নয় যে- 'আমার কোন দুঃখই নেই,
আছে নিশ্চয় তার, সবারই মতো।
ভালবাসা পেয়েছি বহু পরজনের কাছে,
নিজেদের প্রতি তাই ক্ষোভ কিবা আছে?
প্রতিটি সংকটে আমি দুহাতেই লড়েছি,
নিভন্ত প্রদীপকে ঝঞ্জাটেই জ্বেলেছি ।
আমি আজ- ঝড়-ঝঞ্ঝায় ভরা তীব্র তুফান কাঁপানো
ত্রস্ত মাঝির নৌকায়-এক আমন্ত্রিত অতিথি ।
জয় করার সংকল্প আছে নিশ্চয়;
তবে কতো যে সাহস চাই!
ঝড়ের তাণ্ডব দেখে মন হয় উত্তাল হয়ে কতোবার!
আমি আজ মৃত্যুর মুখোমুখি হয়েছি প্রথমবার।