প্রকৃতির হাত ধরে, সীমাহীন, বন্ধনহীন,
পৃথিবীর ঘূর্ণির মাঝে ঘুরে বেড়াই।
পার্থিব উড়ানে স্বপ্নের ডানায় উড়ে,
শান্ত রাতের হৃদয়ে অদম্য দীপ্তিতে।
তাদের নিঃশ্বাসে, সাগর গর্জন করে
প্রতিটি পদক্ষেপে বসন্ত নেচে উঠ ;
নিজেদের সত্তায় প্রকৃতির প্রজ্ঞা ঢেলে দেই।
পাহাড়ের চূড়ার কোন সীমারেখা নেই,
সমুদ্রের বিশাল অবিরাম নীলেও নেই বটে।
চাঁদের নিচে-সূর্যের নিচে
বনফুল যে মাঠে দোল খায়,
যেখানে ক্ষেত চিড়ে নদী বয়ে যায়
তারা খুঁজে পথ চলি অদম্য সাহসে,
প্রকৃতির বিশুদ্ধ শিল্পায়নে।