চাঁদের আলোয় নিক্ষিপ্ত ছায়া,
যেখানে স্বপ্নরা জেগে উঠে প্রতি রাত।
একটি গোপন ভালবাসা বেড়ে চলে ধীরে
অজানা প্রেমের গল্প শুনায়।
হৃদয়ের গোপন কোণে-জড়িয়ে আছে দুটি প্রাণ
নীরব শিখার আলোকে।
চুরি করা দৃষ্টিকে নিয়ে সে চোখ মেলে,
নিষিদ্ধ সম্ভাবনার কথা বলে।
এমন এক পৃথিবী যেখানে শুধু;
ফুলে ফুলে ভরা বসন্তের বাগান।
আবেগ বেড়ে উঠে প্রতি ক্ষণে,
অপ্রকাশিত প্রেমের ছন্দে।
প্রেম যা মন ভরে রং দিয়ে,
পৃথিবী হয়তো কখনো বুঝবে না সেকথা।
আবৃত বন্ধন যা ছিন্ন হবে না কোন দিন-
হৃদয় বিশ্বাস করে এমনটাই হবে বলে।
ভালোবাসার শিহরণ উঠবে ফুটে,
অনন্ত দীপ শিখার আলোকে।