খোলা হাতটা এবার তুমি মুঠ করে নিয়েছ-
মনে হয় কিছু একটা এবার তোমার হস্তগত।
খোলা বাতাসের প্রয়োজন নেই এবার -
জহরত মুষ্টিগত।