ফ্রান্সের প‍্যারিস শহরে মাথা উচু করে,
আজো দাঁড়িয়ে আছো তুমি-
'আইফেল টাওয়ার।'
তুমি কল্পনা কাহার?
ধন‍্য স্থপতি গুস্তাভো আইফেল-
১০৫০ ফুট উঁচু লৌহ গগনচুম্বী কাঠামো
সটান রয়েছে তোমার।

মনে হয় তোমাকে জড়িয়ে ধরি কখনো,
হয়তো সে তো হবে এক জীবন্ত স্বপ্ন,
পশ্চিম আকাশে পূর্ণিমার চাঁদ,
তোমাকে ছুঁয়ে যদি যায়!
কতো জন ছুঁয়েছে তাতে তোমাকে সেই রাতে,
তবে আমি ব্রাত্য কেন- বলোনা তুমি?
আমিও ডুবে যেতে চাই সোনালী বন‍্যায়;
তোমার আঁচলে-স্বপ্নের আইফেল টাওয়ার‌!
সাত সমুদ্র তের নদী পেরিয়ে তোমাকে,
হ‍্যা,তোমাকেই একবার ছুঁয়ে দেখার নেশায়!

     ********

তাং: ৩০/০৩/২০১৮ ইং
১৫ চৈত্র,১৪২৪ বাং
সকাল:১১.৫১
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত