হাসি মুখে, কান্না বুকে,
এই দুঃখের বেদনার খেলা।
মিথ্যা হাসি ঠোঁটে ফুটে,
মনটা কাঁদে বেদনায় জ্বলে।

চোখের জল লুকিয়ে রেখে,
হাসির আড়ালে মুখ লুকাই।
কেউ যেন না কেউ যেন না,
মনের ভেতর সব বেদনা।

সবার সামনে হাসি মুখে,
একাকীত্বে বুক যে ভাঙে।
মিথ্যা হাসির মিথ্যা খেলায়,
জীবন কেটে যায় অবহেলায়।

স্বপ্ন ভেঙে হয় চুড়মার,
আশা হারিয়ে ফেলেছি সব।
মিথ্যা হাসির আড়ালে,
লুকিয়ে আছে হতাশ আগুন।

কেউ তো বুঝে না,
এই মনের কত বেদনা?
মিথ্যা হাসির খেলা খেলে,
জীবন হয়ে যায় গুকনো মাঠ।

কবে হবে শেষ এই অভিনয়,
মুক্তি পাব  কবে  ভাই?
মিথ্যা হাসির খেলা শেষে,
ফিরে যেতে চাই সুখের দেশে।