নতুন বছরের আগমন,
আশার আলোয় ভরে যাক মন।
পুরনো ভুলগুলো ভুলে,
নতুন করে শুরু হোক জীবন।
শপথ করি আমরা,
নিজেকে করে তুলবো সের্র।
সত্য, ন্যায়, প্রেমের পথে,
হেঁটে যাবো দিনরাত জেগে।
শপথ করি আমরা,
পরিশ্রম করবো নিরলস।
লক্ষ্য পূরণে অটল থাকবো,
হবো না কখনো অলস।
শপথ করি আমরা,
সাহায্য করবো সকলের।
দুঃখীর পাশে থাকবো,
হবো না কখনো নিষ্ঠুর।
শপথ করি আমরা,
ভালোবাসবো সকলকে।
ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ ভুলে,
মিলবে সবার মনে।
নতুন বছরের শুভ দিনে,
এই শপথগুলো মনে রাখবো আমরা সকলে।
নিজেকে করে তুলবো মানুষ ভালো,
সুন্দর করে তুলবো সারা পৃথিবী।