সূর্য পশ্চিমে ঢলেছে, আকাশে রঙের খেলা,
হাওয়ায় মৃদু শীতলতা, মনটা হয়েছে ভেলা।
দূরে ধানক্ষেতের মাঝে, কাক ডাকছে কাও কাও,
গরুর ঝাঁক ফিরছে বাড়ি, পথে তুলে ধুলো ধুঁয়া।
নদীর তীরে বসে আছি, একা একা মন খারাপ,
মনে পড়ে সেই দিন, যখন ছিলাম আমরা সহপাঠী।
খেলাধুলা, হাসি-ঠাট্টা, সারাদিন কত আনন্দ,
বড়ো অবেলায় ঘুমিয়ে পড়তাম, মা'র কোলে মাথা রেখে।
কত স্বপ্ন দেখতাম, বড় হয়ে কি হবো,
কত দূর যাবো, কত কিছু করবো।
কিন্তু আজ বড়ো হয়ে, সব স্বপ্ন ম্লান,
বাস্তবতার তীব্র আঘাতে, হারিয়ে গেছে সকল আনন্দ।
বড়ো অবেলায় ফিরে যেতে ইচ্ছে করে,
সেই নির্মল দিনগুলো, ফিরিয়ে পেতে চাই আবার।
কিন্তু সময়ের ধারায়, সবকিছুই চলে যায়,
পিছনে ফিরে তাকালে, শুধুই থাকে হতাশার দীর্ঘশ্বাস।