গুণীর কদর বিশ্বজুড়ে,
রূপের কদর যৌবনে।
টাকার বড়াই সুস্থ থাকলে,
লবন লাগে ব্যঞ্জনে।
দামী জুতোর মূল্য কিবা,
পা ভাঙলে সেই দিনে?
********
তাং: ২১/০৫/২০১৮ ইং
৬ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:১১.৫৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত