ক্লান্ত পথিক আমি ভ্রমনে বিশ্বচরাচর
অবসর চাই এবার ঈশ্বরের পদতলে।
ঝেড়ে ফেলে প্রকৃতি চাদরের ধূলিকণা,
একাকার হয় সবই তারই পাদ-দেশে।
ঝরা পাতার বিশীর্ণতা হৃদয়ের গলিপথে
বাস্তুচূত্য অধিবাসীর পৈত্রিক শ্মশান ভেঙে-
পাথরে পাথরে ঘষে প্রদীপ্ত আলোক ফুল্কি
পরিশুদ্ধতা নিষেক ভরে অন্ধকার গলি পথে।