অভিযাত্রী আমি আজ দিগন্তের পথে,
শৃঙ্খলার শৃঙ্খলে বাঁধা তার‌ই মতে।
সাজানো মাঠ আর সাজানো আকাশ,
জন্মান্তরেও ভুলিবনা এই সুগন্ধি বাতাস।
আবেগে খুঁজি আমি ভালোবাসি যারে,
সজাগ নিশিকাটে পাই যদি তারে!
প্রহরে প্রহরে বাড়ে বিরহ ব‍্যথা,
ফিরিবার কালে কি হবেনা দেখা?
সুজনের আনাগোনা কথা বলা মানা,
কে কাকে ভালোবাসে তাওছিল জানা!
মালা গাঁথি আমি মনোমালতীর বনে,
আসিবে প্রিয়ে মোর হৃদয় অঙ্গনে।


********

তাং: ‌১০/০৬/২০১৮ ইং
২৫ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল: ৬.১৬
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত