এই লোকারণ্যে আমি হারিয়েছি নিজেকে,
নষ্ট ভ্রষ্ট উলকার মতো খসে পড়েছি পৃথিবীতে
মাতৃদুগ্ধে বেড়ে উঠা বটবৃক্ষের পাশে।
পুরাতন খাতা খুলে দেখি -ঝাপসা পান্ডুলিপি,
সবই নষ্ট আজ এই সৃষ্টির-নাকি শুধু আমি একা?
কেউ কেউ খুঁজেছে আমাকেও-
হয়তোবা তারা জানেনা আমার কথা!
আমার মাঝি ঘাটের নৌখানি শেওলায় গেছে
ভরে।
কেউতো খুঁজেনা আর যাদের করতাম পাড়াপাড়।
কফি হাউসের আড্ডা আর দামি রেস্তোরাঁ-পড়েনি মনে সেবার।
অচেনাদের ভীড়ে চেনা ছবি হারিয়ে গেছে এবার।
*****
তাং: ১/০২/২০১৯ ইং
সকাল-১০.৩৯
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত