নিস্তেজ জমাট সরিয়ে
শীত শেষে এলো বসন্ত আবির মেখে।
নতুন ফুল ফোটে
সূর্য চুম্বন করে হলুদ পাখির দল।
একটি শান্ত দৃশ্যে
উঁকি দেয়, লাজুক নির্মল, নাবলা গল্প।
গোলাপি ফুল ফুটে
খোলা নীল আকাশের নিচে বিশাল ক্যানভাসে।
তুলতুলে সাদা মেঘ,
এত দ্রুত ভেসে আসে রঙের খেলায়।
ফিরে আসে বসন্ত
রঙে রঙে খুশী মেখে পৃথিবীর তরে।