হায়রে মানুষ! প্রচার চায় সুনাম চায়,
একটা ছবি তার ফেসবুকে আপলোড চায়।
সে আবার বন‍্যা দুর্গতদের সাথেই হোক,
পাহাড়ের ঈশ্বর স্বপন দেববর্মার সাথে হোক।
জাহির করার মনোভাব-'আমি সমাজ-সেবী',
অন্তরে লোপাট-বাজী, বাহিরে দেব-দেবী।
আমরা দেখেছি প্রচার বিমুখ সমাজ-কর্মী,
আবার এদের দেখেছি-যারা শুধু প্রচারধর্মী।
মুখোশের আড়ালে যখন মুখ হারিয়ে যায়,
ভালো কাজে স্বপ্রচারের কি প্রয়োজন ভাই?
শ' টাকার দান - তাতে হাজারের প্রচার,
দাদন দিতে গিয়ে বন্ধু লাগায়  দরবার।
অনাদরে পড়ে আছে মা-তার দূরে,
সন্তান তার আক্রান্ত আজ সেলফির জ্বরে।


********

তাং: ‌২৭/০৬/২০১৮ ইং
১২ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৭.৪৭
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত