হে মোর শিক্ষাগুরু!
তুমি আজও,
বরষণ মুখর দিনে-
ছাতি হাতে পথে চলো,
প্রণামী আমি লক্ষ্য কোটিবার তবো পদে।
তোমারই দেখানো পথে-
চলি পথ আমি আজও।
করেছি কতো আবদার-
ন‍্যায় অন‍্যায় ভুলে,
গাঙ চিলের মতো-
উড়েছে মন শতবার,
বিষয় ছেড়ে বিষয়ান্তরে।
আকাশের সাদা মেঘে-
দেখেছি কতোবার তোমার প্রতিচ্ছবি।
মেনে নিয়েছো শত দোষ ত্রুটি,
সংশোধনের পথে-
হ‌ওনি কখনো তুমি তাতে অভিমানী।
কর্তব‍্যের কঠোরতা-
দিয়েছে কতো না ব‍্যথা,
সহিলে সব‌ই নিরবে তুমি সন্তানের প্রেমে।
ধন‍্য তুমি শিক্ষাগুরু!
আর্শীবাদ করো যেন-
তোমারে প্রণামীয়া-
করিতে পারি মোর প্রতিদিন শুরু।

***********
তাং: ‌৫/০৯/২০১৮ ইং
১৯ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল: ৯.৪৬ ঘটিকা
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত