দেহের রূপে পাগল সবাই,
মনের রূপ কেউ দেখেনা।
পুষ্ট দেহ গৌর যাদের-
তাদের স্বভাব খোঁজে না!
চর্ম-চোখে লাগলে ভালো,
খোরাক বুঝি মন্দ না।
দেহের গুনে ধনী তারা,
অপর পাড়ে সব যন্ত্রণা।
তবু মানুষ আমরা সবাই,
এই জীবন গানের মুর্চ্ছনা।
মাটির মানুষ মহান মোরা,
নেই তাতে আর ভাবনা।
বাঁচা মোদের যেমন তেমন,
পুণ্য কাজে জীবন মরণ।
সে আলোকে থাকলে মোরা,
ধন্য হবে সবার জীবন।
দেহের খাদ্য লয়না হৃদয়,
মনের প্রতি অধিক টান।
স্মরণ করলে লাগবে ভালো,
শীর্ণ দেহের গভীর টান।
বঞ্চিত সব সুযোগ পাবো,
ভুলে যাবো ঐ প্রবঞ্চন।
দেহের রূপে নয়তো কথা,
এবার গুণী জনের সম্বোধন।
***********
তাং: ১২/০৮/২০১৮ ইং
২৬ শ্রাবণ,১৪২৫ বাংলা
দুপুর :১২.৫৮
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত