সোনা!
শুনেছ! তোমাকে একটা উপহার দেবার
মনে বড়ো শখ!
হ্যা, তুমি তো জানোই আমার টাকা পয়সা
ধন দৌলত তেমন কিছু নেই।
কোনক্রমে দিনাতিপাত করি মাত্র।
আমি ভালোবাসার বাদশা-নবাব;
তোমাকে ভালোবাসি তাই,
মন ভরে ভালোবাসতে আমার কোন অভাব নেই।
আর আছে 'আমার একটা হৃদয়'-যাতে লুকানো
আছে অসংখ্য কবিতা।
এই কবিতা গুলো শাড়ির মতো পড়া যাবেনা সত্যিই,
তবে হয়তোবা হৃদয় সিন্দুকেই ঠাই পাবে!
এই কবিতা গুলো।
তাই শুধু তোমার জন্য!
কেবল তোমার জন্য,এই অকৃত্রিম উপহার।
ইতি তোমার
সুনু।
তাং: ২৮/০৩/২০১৮ ইং
১৩ চৈত্র,১৪২৪ বাং
সকাল:৫.৪১
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত