হে প্রভূ ষিশু!
তোমায় স্মরণ করি আজ এই পূণ্য লগনে।
গলগথায় তোমায় ক্রুসবিদ্ধ করে নরাধম;
তুমি চলে যাও সমাধিতে মৃত্যুর সাক্ষী হয়ে।
কিন্তু কে আছে পিতা-রোধিবে তোমারে,
পুনরুজ্জীবিত হলে তুমি মানব প্রেমেতে!
আমারা আনন্দে মেতে উঠি গুড ফ্রাইডেতে,
প্রার্থনা করি, রাত্রিজাগরণ করি,উপবাস
আর দান করি নিজ নিজ সামর্থ্যে।
ধন‍্য পিতা ষিশু! তুমি ক্ষমা করো মোদের!
ক্ষমা করো!আমিন!


********

তাং: ৩০/০৩/২০১৮ ইং
১৫ চৈত্র,১৪২৪ বাং
সকাল:৮.১৪
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত