আম গাছেতে থোকা আম,
জামের গাছে পাঁকা জাম।
গাছে গাছে উড়ছে পাখি,
কোকিল‌-শালিক কে আর বাকী?
মৌমাছিদের আনা গোনা,
উড়ে গেলে দেখতে মানা!
আকাশ পানে নীল সাগরে,
মেঘের বাড়ি অনেক দূরে।
বুলবুলিটা পাতার ফাঁকে,
লেজ উচিয়ে ডাকছে কাকে?
নানা রঙের ফুলের কোলে,
বাতাস খেলায় বকুল তলে।
বন-কাঠালের বড়ো পাতা,
দেখতে লাগে বিরাট ছাতা!
ছোট পাতার লিচুর ডালে,
পাঁকা লিচু হাজার দোলে।

********

তাং: ২৮/০৪/২০১৮ ইং
১৪ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৬.৩৩
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত