আঁধারে ঘেরা পৃথিবী, নীরবতা ভারী,
শুধু দূরের আকাশে এক তারার আলো ঝলমলে।
কেউ বলে আশার আলো, কেউ বলে মৃত্যুর কালো,
কিন্তু আমি জানি, সত্যিটা লুকিয়ে আছে আলোর ভেতরে।
যারা আঁধারে থাকে, তারা ভয় পায় আলোর,
কারণ আলো ছিঁড়ে ফেলে অন্ধকারের পাতলা আবরণ ।
তারা চায় না সত্যিটা দেখতে, চায় না বের হতে অন্ধকারের খাঁচা থেকে।
কিন্তু আমরা যারা আলোর সন্ধান করি, আমরা জানি,
আলোই আমাদের পথ দেখাবে, আলোই আমাদের মুক্তি দেবে।
আমরা ভয় পাই না আলোর, বরং আমরা আলোকে বরণ করি,
কারণ আমরা জানি, আলোর ভেতরেই লুকিয়ে আছে সত্যি, সৌন্দর্য, জীবন।
তাই যখনই আঁধারে হারিয়ে যাবো, হতাশ হয়ে যাবো,
তখনই আমরা মনে করবো দূরের আকাশে জ্বলজ্বলে তারার কথা।
আমরা জানবো, আঁধার কখনোই টিকতে পারে না,
কারণ আলোর শক্তি অপরিসীম, আলোই সত্যি।
ওই আলোই প্রমাণ করে, আমরাই আঁধারে,
যারা আলোকে ভয় পায়, যারা সত্যি থেকে মুখ ফিরিয়ে নেয়।
কিন্তু আমরা যারা আলোর পথে এগিয়ে যাই,
আমরাই হবো জয়ী, আমরাই আলো ছড়িয়ে দেবো।