১)
নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়,
হাওয়ায় মৃদু গান বাজায়।
দূরে পাহাড়, সবুজ বন,
ঝর্ণার জল করে চন মন।

২)
ফুলের বাগান, রঙিন রঙ,
প্রজাপতিদের মধুর সঙ্গ।
পাখিরা করছে কলরব  বনে,
প্রকৃতির সৌন্দর্য অপূর্ব জ্ঞানে।

৩)
মনটা ভালো লাগছে আজ,
শরীরে এক অদ্ভুত আবেশ।
চারপাশের সবুজে ঘেরা,
মনে হচ্ছে যেন স্বর্গে এসেছি।

৪)
জীবন সুন্দর, মুখরিত গান,
প্রতিটি ক্ষণ অতি  মূল্যবান।
কৃতজ্ঞ আমি এই প্রকৃতির কাছে,
যে আমাকে দিয়েছে এত সুখ।