জীবনের প্রথম পাওয়া উপহার-
একটা ফাউন্টেনপেন।
সত্যি আমি এধরনের কলমে লিখিনি কখনো,
খুব ভালো লেগেছিলো সেদিন আমার,
তোমার দেওয়া ফাউন্টেন পেন
রেখে ছিলাম আমার সাদা শার্টের বুক পকেটে।
বিবেক সভ্যতার ধ্বংশাবশেষ ডুবে আছে গঙ্গা জলে
স্বাহাতে মুখরিত আজ আকাশ বাতাস আর মন্দাকিনী।
মূর্ছাগত জীবন শক্তি মাউন্ট এভারেষ্ট কতখানি-
বেখেয়ালে পেরিয়ে যাই চড়াই উৎরাই জীবনটুকু।