তুমি আর আমি অনেকটাই ফারাক,
আমি একটু বোকা তুমি বড়োই চালাক।
কল্পনায় ভাসি আমি সাগরের জলে,
নেত্রী আজি তুমি সহস্র জনতার দলে!
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/০২/২০১৮ ইং
৫ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৯.৩১