'একটি পরিবার অনেকটা গাছের‌ই মতো'-
ব‍্যাপারটা হলেও হতে পারে সত‍্য।
মাটিতে দাঁড়িয়ে শুধু-
ডালপালা গুলো মেলে দেয় যতদূর সম্ভব।
আর শিকড় গুলো চলে মাটির গভীরে,
প্রয়োজনীয় জল খনিজ লবনের সন্ধানে।

আমরা একত্রে থাকি -
একে অপরের সুখে আনন্দিত হ‌ই,
দুঃখ গুলো ভাগ করে নিতে ভুলিনা।
আমাদের মূল সেই একটাই-
গাছের মতো -আমরা এক ও অভিন্ন,
নিজেদের সম্প্রসারণ করলেও পৃথক হ‌ইনা।
*****
তাং: ৩১/০১/২০১৯ ইং
সকাল-৫.২৮
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত