ধূসর আকাশে ভেসে বেড়ায় কালো মেঘ,
ঝড়ের তীব্রতা বেড়েছে বেশ।
কোথায় আসল, কোথায় নকল,
সহজে বোঝা যায় না এখন।
হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে অন্ধকার,
সত্যের আলো কোথায় খুঁজে পাবো?
নকলের মুখোশ পরে ঘুরে বেড়ায় অনেকে,
আসল মানুষ খুঁজে পাওয়া যায় না একেবারেই।
স্বার্থের খেলায় মেতে আছে সকলে,
ভালোবাসার মানে কেউ বোঝে না।
নকলের প্রেমে ভেসে যায় অনেকে,
আসল ভালোবাসার স্পর্শ পায় না কেউ।
মানুষের মন হয়ে উঠেছে পাথরের মতো শক্ত,
হৃদয়ের কোমলতা হারিয়ে গেছে অনেকদিন আগেই।
নকলের সুখে বিভোর অনেকে,
আসল সুখের সন্ধান পায় না কেউ।
চোখের সামনে সব মিথ্যা,
সত্য লুকিয়ে আছে অন্ধকারের আড়ালে।
নকলের জগতে হারিয়ে যাচ্ছে মানুষ,
আসল পথ খুঁজে পায় না কেউ।
'আসল-নকল' এই খেলা চলবে চলবে,
হয়তো একদিন থেমে যাবে।
সত্যের আলো ফুটে উঠবে আবার,
নকলের মুখোশ খুলে পড়বে সকলের।