আমার দেশে সূর্য পৃথিবীকে চুম্বন করে-
স্পন্দনশীল রঙে কালজয়ী সংস্কৃতির মিশ্রণে।
হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ থেকে,
সোনালী তীরে যেখানে সাগর খেলা করে প্রতিদিন।
প্রাচীন ভারতের হৃদয় স্পন্দিত হয়,
মন্দিরে মন্দিরে।
কোলাহলপূর্ণ রাস্তায়, দেখি জীবনের ইতিকথা,
আছে সুগন্ধিত বাতাসে সম্প্রীতির মেলবন্ধন।
রবি ঠাকুরের কবিতায় ময়ূরের নাচ-
বুদ্ধের জ্ঞানে ভারত আত্মার অভিব্যক্তি।
ভারত চেতনা চলে বিস্তীর্ণ ইতিহাস নিয়ে-
আশার আলোকে লালিত ঐশ্বরিক ধ্রুবতারা।