আকাশের উঁচু নীল, তারার ঝলমলে আলো,
স্বপ্নের জগত মনোমুগ্ধকর, চোখের সামনে জ্বলজ্বলে ছবি।
কিন্তু বন্ধু, থামো একটু, ভেবে দেখো গভীর ভাবে,
বাস্তব জগতের মাটিতে পা রেখে এগোনোই ভালো।

অসম্ভবের সাথে লড়াই করে ক্লান্ত হবে মন,
নিজের সীমাবদ্ধতা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

পরিকল্পনা করো যতটা সম্ভব,
কঠোর পরিশ্রম করো, দাও সর্বোচ্চ চেষ্টা।
ফলাফলের প্রতি আশা রাখো,
কিন্তু মনে রাখো , সবসময়ই মিলবে না সাফল্য।

বাস্তবসম্মত প্রত্যাশা রাখো,
ছোট ছোট সাফল্যে  না হউ যেন অহংকারী,
বড় ব্যর্থতায় হবে না হতাশ;
ধৈর্য ধরে এগিয়ে যাও,
নিজের লক্ষ্য অর্জন হবে নিশ্চ্য় একদিন।