হে পৃথিবী! যদি পারো তুমি-
ক্ষমা করে দাও আমাদের,
অজ্ঞানতা আর স্বার্থের তাড়নায়
ভুল কতো করেছি তুমার প্রতি।
আমরা কলুষিত করেছি নির্বিচারে-
তোমার শিরা উপশিরা,
আর ধমনী নদ-নদী গুলো,
করেছি বৃক্ষ ছেদন প্রয়োজন অপ্রয়োজনে।
নয় ব্যবহার পলিথিন এটাও আর,
আমরা সচেতন হবো এবার।
গলছে বরফ আজ মেরুপ্রদেশের,
প্লাবিত হয় তাতে কত বালুচর।
আমরা করছি পণ আজ সবাই মিলে,
আর নয় অন্যায়, করবো প্রতিবাদ-
হে পৃথিবী তোমার তরে।