কাঁধে কাঁধ মিলিয়ে
এক সাথে, হাতে হাত রেখে,
চলো আমরা এগিয়ে যাই,
সোনালী ভবিষ্যতের দিকে।
ভেদাভেদ ভুলে যাও,
ধর্ম, বর্ণ, ছেড়ে দাও,
মানুষ সকলেই একই,
এই সত্য মনে নিয়ে।
একতাই আমাদের শক্তি,
একতাই আমাদের জয়,
সকলে মিলে মিশে,
গড়ে তুলবো নতুন দিন।
শোষণ, অন্যায়, অত্যাচার,
সব দূর করে দেবো,
সবার জন্য সুন্দর পৃথিবী,
তৈরি করবো আমরা।
চলো সবাই মিলে গান গাই,
একতার সুরে মুখরিত হোক,
আকাশ, বাতাস, ধরণী,
সবই হোক আমাদের আপন।
কাঁধে কাঁধ মিলিয়ে,
এগিয়ে যাবো আমরা,
সৃষ্টি করবো নতুন জগৎ,
যেখানে সকলের হবে সমান অধিকার।