হৃদয়ের কোণে  এক বিন্ধু অশ্রুজল,
অন্যের দুঃখে ভেজা মনটি সজল।
সহানুভূতির স্পর্শে জ্বলে আলো,
ভালোবাসার বন্ধন করে হৃদয় একাত্ম।

দুঃখের তীব্রতায় যখন কাঁদে কেউ বেদনায়,
মায়া ভরা প্রাণে দিতে পারে সান্ত্বনা তারে।
নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে হৃদয় করি পূর্ণ,
মানবতা তখন মুছে দেয় সব দুঃখ-ব্যথা।

অন্যের আনন্দে মন হয় খুশী,
ভুলে যায় নিজের সব হারানোর কথা।
মানুষে মানুষে যদি  হয় একাত্মা,
আলোকিত হয় এই উজ্জ্বল পৃথিবী।

ভেদাভেদ ভুলে যখন এক হয় সবাই,
বন্ধনে গড়ে ওঠে নতুন দিগন্ত রেখা।
মানবতার জয়গান করে আহ্বান-
অনুভূতিতে আলোকিত হোক এই পৃথিবী।