আমি যদি মানুষ না হতাম-
তখনো কি তোমাকে ভালবাসতাম?
ধরি যদি আমি নদী তুমি সাগর,
জলে ভরে দিতাম তোমার বুকখানা ডাগর।
বলোনা পৃথিবীতে কতো আলো হতো,
দুটি চাঁদ যদি রাতে জ্বলতো?

********

তাং: ‌১২/০৬/২০১৮ ইং
২৭ আষাঢ়,১৪২৫ বাংলা
রাত:৯.২৭
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত