একা একা ঘুরাঘুরি - নেই কোন  মানা
মনে  রাখি কিছু কথা-
যাতে পাই ব্যথা
একা তুমি বেশ সুখে
নৌকা বিহারে।


মনে হয় ঘাস পাতায় -
লিখা মোর ব‍্যথা
জানিনা কখন ছাগল
খেয়েছে খুশি ভরা কথা
পাই না খোঁজে সুখ বিষ্ঠাই বাকি।