জয় জয় জয় দেবী দুর্গা মর্তলোকে তোমার আহ্বান
ঘাসে ঘাসে শিশির বিন্দুর হীরক জ্যোতি –
তুমি কল্যাণী, মাতা তুমি মহিষাসুরমর্দিনী!
আজও দেখেছি-
আবির আকাশের শেষে পাখিদের ঘরে ফেরার ছবি।
আগমনী সুরে প্লাবিত হয় ফেনী মনু ধলাই;
অজো গ্রামে রাখালের ঘরে ফেরা - পূজোর খুশীর টানে।
গুটি গুটি পায়ে নব রমণী
জীবন খুঁজে পেছন ফিরে যায়।
এতো একুশ শতকের মেয়ে হতে পারে কোন মহামানবী,
নিরক্ষর নয় বরং সর্বশিক্ষার অভিধান।
ইংরেজি নাহলেও সে সিলেটি জানে ভালো
জানি না কেন মায়ের কাছে সে শুধু তলোয়ার খানা চায়!
তলোয়ার ছাড়া আর কিছু নয়!
পুরাতন জীর্ণতা কাটিয়ে নতুনের আহ্বানে
তুমি এসো দেবী নিয়ে খুশি চির অম্লান।
মগ্ন পৃথিবীতে তোমার দীপ্ত পদচারণা
তোমার রুপে অপরূপ খুঁজে সবে
আনন্দ সাগর তমসার পাড়ে।