আত্মবিলাপ করিতে নাহি চাহি আর।
বলে কয়ে সুখী হবার-
প্রয়োজন নাই যে আমার!
কষ্ট পাইবে যদি ভাব জীবনে আবার-
বলি দূরেতে থাকিও তুমি এইবার!

********

তাং: ৪/০৬/২০১৮ ইং
২০ জৈষ্ঠ,১৪২৫ বাং
বিকাল:২.৪৪
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত