শূন্যতার বুকে, মনের আকাশে,
তোমারে খুঁজে পাই না, আঁধারে হারিয়ে যায় মন।
দূরত্ব যেন এক বিশাল সাগর,
তরঙ্গে ভেসে যায় স্মৃতির ছবি, মন হয় বেদনাহত।
তোমার হাসি, তোমার কথা,
সব যেন মৃত ছায়া, হৃদয়ে জ্বলে আগুন।
চোখের জলে ভেসে যায় পৃথিবী,
তোমার ছাড়া জীবন শুধুই বেদনার গীতি।
হাত বাড়িয়েও ছুঁতে পারি না,
তোমার কাছে যেতে পারি না, বুকটা হয়ে ওঠে পাথর।
দূরত্ব যেন এক অভিশাপ,
যা ভাঙতে পারে না কেউ, কেড়ে নেয় সব সুখ।
তবুও মনে আছে আশা,
একদিন হয়তো,মিলন হবে আমাদের,
সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকবো,
তোমার ভালোবাসার স্মৃতিতে, ধরে রাখবো জীবন।