মনে রেখো আমায় তুমি একথা বলিনা,
যদি তোমার নিশ্বাসে আমায় খোঁজে পাওনা!
সুন্দর পরিবেশ তবু ঘর্মাক্ত শরীর আজ,
টেনিসের মাঠে শুনি মগ্ন ক্রীড়ার আওয়াজ।
সুগন্ধ ভাসে আজও বিকালের হৃদয় অঙ্গনে,
প্রমাণতো নাই কি হয়েছিল গত ফাগুনে!
********
তাং: ১৯/০৭/২০১৮ ইং
০২ শ্রাবণ,১৪২৫ বাংলা
বিকাল়ঃ ৬.০২
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত