ধার্মিক আমি আজও হতে পারিনি,
ধর্মের নামে অত্যাচার কখনো সহিনি।
বিবেকের পুষ্প কাননে ধর্মের কাদা,
মানবতার বন্দনে আমি যেন বাঁধা।
চেতনায় আসে যতো প্রীতি ভালোবাসা,
তাতেই খোঁজি আমি বাঁচার ভরসা।
বন্ধ্যা যদি তবুও লাগিবে ভালো,
ধর্মের নামেতে যেন নাহয় কালো।
ক্ষুধা ভরা পৃথিবীতে কর্মই ধর্ম,
কর্মী হলেন ভগবান এমনি মর্ম।
অস্ত্র যদি শান্তি দেয় মনে,
প্রসব করুক মানুষ তা গোপনে!
ধর্মের নামে কলঙ্ক কালিমা কতো,
মানবতার বিকাশে ধর্ম হোক জাগ্ৰত।
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৬/০৩/২০১৮ ইং
২১ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৬.১১