খোদিত আছে এই বুকে,
আমার মাতৃভূমির অযুত চিত্রলিপি।
মুক্তি পেয়েছে কতশত বন্দি,
চাঁদের দেশে আলোকিত তাঁরা-
কত হাজারো বিপ্লবী ক্ষুদিরাম!
সবুজের দেশে ভালোবাসার বন্যা,
সাক্ষী হয়েছি মোরা স্বাধীনতার।
অজন্তা ইলোরার ইতিহাস গাঁথা,
রক্তাক্ত কখনো আঁচড়ে বেজির।
মনে শঙ্কা জাগে আবার-
সদ্য ডানা গজানো পোকাতে।
মোমের আলোয় জ্বলবে তারা-
নাকি জতুগৃহে হিংসার দাবানলে!
********
তাং: ৩১/০৫/২০১৮ ইং
১৬ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৯.০৫
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত