ডেজার্টেশন করতে হবে হতে হলে এম.এ,
শেষ দিনটা এসে গেল তাই মরেছি ঘেমে।
স্কুলে ছুটি নিয়ে বসি আরেক বন্ধুর সাথে,
তথ্য আমি খোঁজে মরি নেই কিছুই নেটে।
খুশি মনেই সোনা আমার রান্না বান্না করে,
পেট ভরেছি তাতেই বুঝি বড্ড ঘুমে ধরে।
মধ্য রাতে ব্যাগ ভরেছি জমা দিতে যাবো,
ভুলে শুদ্ধে যাই করেছি তারই ফল পাবো।
হাসি খুশী পৌঁছেগেছি এম বি বি কলেজে,
মনে মনে ভয় ছিল পরীক্ষা হবেই নলেজ।
***********
তাং: ৩১/০৮/২০১৮ ইং
১৪ ভাদ্র,১৪২৫ বাংলা
রাত:১১.০৭
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত