মিল অমিলের খোঁজে ব্যস্ত-ব্যস্ত করণিক!
'প্রবেশ নিষেধ!প্রবেশ নিষেধ চেম্বারেতে ভাই!'
রাইফেল হাতে পুলিশ বলে, 'দূরে দাড়াও তাই।'
কোন ক্রমে টপকে গেলুম অনুরোধের জোরে।
গিয়ে দেখি-
মরচে পাড়া ঐ তালাটি ঝুলছে লোহার ঘাড়ে!
দাদাবাবু চেয়ার ছেড়ে উঠবে কেন তাতে?
চলছে বুঝি ডাটা-এন্ট্রি জিন্দা মানুষ লাশ!
কতো মৃতের প্রাণ দিয়েছেন -বাহ্,বাঃ সাব্বাস!
********