দুঃখের ভারী কাফনে আবৃত হয়ে-
যখন দুর্দশাগুলো হামাগুড়ি দেয়,
যদিও এত উজ্জ্বল সূর্যকে ম্লান করে দিতে পারে মেঘ!
দু:খ করো না, থেমে যাবে বাতাসের ক্ষণস্থায়ী তাণ্ডব
ভেবে দেখো জীবনের কতো ঝর অতিক্রম করেছ তুমি-
ভিতরে শক্তি হাসি আলিঙ্গন দিয়ে,
প্রতি সন্ধ্যায় একটি ভোরের স্বপ্ন দেখেছ তুমি!
সকল কষ্টগুলো ম্লান হয়ে যাবে , একটু আশার আলোকে
জীবনের সব গান নাচুক হৃদয়ের ছন্দে তালে তালে।